কলকাতা, ৪ অক্টোবর, (হি.স.): “গত রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে, উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকড়ার প্রতিমা তৈরীর কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করেছে জেহাদিরা।” শনিবার এক্সবার্তায় এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনটি স্থিরচিত্র এবং একটি ভিডিয়ো-সহ তিনি লিখেছেন, “প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো ও কালী পুজোর জন্য তৈরী করা হচ্ছিল।
এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এইরকম মুর্তি ভাংচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছেন। আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার ৩০ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে, কারণ ভোট বড়ো বালাই।
আমি পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলব। নাহলে এই ধরনের জেহাদিদের উৎপাৎ আরোও বাড়তেই থাকবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত