সেজেগুজে মেদিনীপুরে চুরি করতে গিয়ে ধৃত সাঁতরাগাছির ‘লেডি গ্যাং’
পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর (হি.স.): হাওড়া থেকে মেদিনীপুরে চুরি করতে গিয়ে শনিবার হাতেনাতে ধরা পড়ল সাঁতরাগাছির ‘লেডি গ্যাং’। এক মহিলার সোনার হার চুরি করতে গিয়ে ধরা পড়ল গ্যাংয়ের ৮ সদস্যই। কারওর পরনে লাল পাড় সাদা শাড়ি, কারও শাড়িতে সুন্দর কারুকাজ
সেজেগুজে মেদিনীপুরে চুরি করতে গিয়ে ধৃত সাঁতরাগাছির ‘লেডি গ্যাং’


পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর (হি.স.): হাওড়া থেকে মেদিনীপুরে চুরি করতে গিয়ে শনিবার হাতেনাতে ধরা পড়ল সাঁতরাগাছির ‘লেডি গ্যাং’। এক মহিলার সোনার হার চুরি করতে গিয়ে ধরা পড়ল গ্যাংয়ের ৮ সদস্যই।

কারওর পরনে লাল পাড় সাদা শাড়ি, কারও শাড়িতে সুন্দর কারুকাজ। বেশ পরিপাটি। তাদের বিরুদ্ধেই কি না দল বেঁধে মণ্ডপে ঢুকে হাত সাফাইয়ের অভিযোগ! মেদিনীপুর শহরের ছোটবাজার সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলে দেবীবরণ চলছিল। সেই সময়ে একজনের হার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে আট জন।

জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, আট জনই সাঁতরাগাছি এলাকা থেকে মেদিনীপুরে এসেছিল। কেন এসেছিল, সেই সদুত্তর যদিও মেলেনি। আট জনকেই গ্রেফতার করা হয়েছে।

দেবীবরণ করতে আসা মহিলার হার চুরি হয়েছে খবর রটতেই মণ্ডপ জুড়ে হুলস্থুল শুরু হয়। ধৃত ৮ জনকে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, হাওড়ার সাঁতরাগাছি থেকে এসেছে তারা। ধৃতদের একজনের কাছে সোনার হার ছিল। সেই হার উদ্ধার হয়েছে।

শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকায় খাপরেলবাজারের সুমিত্রা ভকত নামে এক মহিলারও প্রায় ২ ভরির সোনার হার চুরি হয়ে যায়। তিনি থানায় অভিযোগও দায়ের করেন। আর তার ঠিক পরের দিনই ছোটবাজারের মণ্ডপে এই ঘটনা। সেটির সঙ্গে এই মহিলাদের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande