ঝাড়গ্রাম, ৪ অক্টোবর (হি.স.): ব্যাঙ্কে টাকা জমা দিতে যাওয়ার পথে বাজারে পড়ে যাওয়া লক্ষাধিক টাকা কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। দ্রুত পদক্ষেপ নিয়ে টাকাটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ায় সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বেলিয়াবেড়া থানা এলাকায়। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা প্রত্যুষ কুমার বেরা দুপুর দু’টো নাগাদ বাইকে চেপে ১ লক্ষ ১৬ হাজার টাকা নিয়ে এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু অসাবধানতাবশত বাজার এলাকায় টাকার ব্যাগটি তাঁর বাইক থেকে পড়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি বেলিয়াবেড়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্তে নামে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ওই ব্যাগটি কুড়িয়ে নিচ্ছেন। এরপরই পুলিশ তাঁকে শনাক্ত করে তাঁর বাড়ি গিয়ে ব্যাগসহ পুরো টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডল বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা ওই ব্যক্তিকে শনাক্ত করি এবং পুরো টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিই।”
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো