আগরতলা, ৪ অক্টোবর (হি.স.) : আগামী সোমবার আশ্বিন মাসের শুক্লা পূর্ণিমা। এই দিনেই কোজাগরী লক্ষ্মী পুজো। প্রায় প্রতিটি হিন্দু ঘরেই ধন ও সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেন পরিবারের সদস্যরা। লক্ষ্মী পুজোকে সামনে রেখে রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে রীতিমত শুরু হয়ে গেছে বিকিকিনি। অন্যান্য বছরের মত এবারও দূর-দূরান্ত থেকে লক্ষ্মী প্রতিমা নিয়ে বিভিন্ন বাজারে হাজির মৃৎশিল্পীরা।
শনিবার রাজধানীর একটি বাজারে লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা এক মৃৎশিল্পী জানান, প্রতিমার দাম গত বছরের মতই রয়েছে। ছোট প্রতিমার মূল্য ৩০০ টাকা, মাঝারি প্রতিমার মূল্য ৪০০ টাকা এবং কিছুটা বড় প্রতিমার মূল্য ৫০০ টাকা বলে জানান তিনি। তিনি আরও জানান, শনিবার দুপুর পর্যন্ত তাঁর একটিও প্রতিমা বিক্রি হয়নি। রবিবার লক্ষ্মীপুজোর বাজার জমার অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি।
শুধুমাত্র পুরুষরাই নয়, গ্রামের মহিলা মৃৎশিল্পীরাও প্রতিমা নিয়ে রাজধানীর বাজারে হাজির হয়েছেন। এদিন রাজধানীর বটতলা বাজারে লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা এক মহিলা মৃৎশিল্পী জানান, পুজোর বাজারে প্রতিমার দাম প্রায় একই রয়েছে। তিনি বলেন, প্রতিমা নির্মাণের আনুষাঙ্গিক দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পাওয়ায় তাঁরা প্রতিমার মূল্য বৃদ্ধি করতে বাধ্য হন। পুজোর বাজারে তাঁর আনা সব প্রতিমা বিক্রি হয়ে যাবে বলে জানান তিনি।
এবছর আগরতলা শহরে প্রতিমা নিয়ে প্রথমবারের মত এসেছেন এক যুবক। তিনি জানান, বাবা-দাদার কাছ থেকে প্রতিমা নির্মাণে হাতে খড়ি তাঁর। জীবন জীবিকার টানেই এই পারিবারিক পেশায় যুক্ত হয়েছেন তিনি। ওই যুব মৃৎশিল্পীরও আশা রবিবার থেকে বাজার জমে উঠবে এবং তাঁর বেচাকেনা ভালই হবে।
এদিকে কোজাগরী লক্ষ্মীপুজোকে সামনে রেখে প্রতিমার বাজারের সাথে বসেছে পুজোর অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের বাজারও। মালা, প্রতিমার পেছনের গোলাকৃতি বেণী সহ আরও কত কি। ভীড়ও বাড়ছে ক্রমে ক্রমে । মহকুমাগুলি থেকে ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে আখ সহ অন্যান্য ফলফলাদি। শনিবার বিকেল থেকে রবিবার গোটা দিন এবং সোমবার দুপুর পর্যন্ত এই পুজোর বাজার চলবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ