কলকাতা, ৪ অক্টোবর, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেড রোডে ছুটির রবিবারে দুর্গা কার্নিভাল। এবার তা পা দিচ্ছে ১০ বছরে। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল। শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থায় শনিবার ব্যস্ত ছিলেন পুলিশ ও প্রশাসনের কিছু কর্তাব্যক্তি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ একাধিক মন্ত্রী, টলিপাড়ার বিশিষ্টরা। কবি-সাহিত্যিক-চিত্র পরিচালক-খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থেই দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ।
ঠাকুর দেখার পাশাপাশি কার্নিভালে উপরি পাওনা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। রেড রোডে যেসব ক্লাব অংশ নিচ্ছে প্রত্যেকে তৈরি করেছে ভিন্ন ভিন্ন থিম। সেই আঙ্গিকেই সাজাচ্ছে শোভাযাত্রা। ক্লাবকর্তাদের আলাদা পোশাক, রয়েছে বিশেষ থিম সং, নৃত্যানুষ্ঠান। ত্রিধারা অকালবোধনের শোভাযাত্রায় অংশ নেবেন অভিনেত্রী দেবলীনা কুমার।
চালতাবাগান সর্বজনীনের কার্নিভালে থিম সং প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই।’ পুজোর সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন, বাংলার নিজস্ব পোশাকের এক ঝলক দেখা যাবে চালতাবাগানের পদযাত্রায়। পাড়ার মহিলারা নতুন শাড়িতে, পুরুষরা পাঞ্জাবি, পায়জামা, ধুতিতে। হাতিবাগান সর্বজনীনের কর্তা শাশ্বত বসু জানিয়েছেন, কার্নিভাল উপলক্ষে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে দু’দিন আগে থেকেই।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত