কলকাতা, ৪ অক্টোবর (হি.স.) : দুর্গা প্রতিমা বিসর্জন শোভাযাত্রার সময় কলকাতায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কলকাতার আলিপুর এলাকায় উঁচু পিলারে ধাক্কা খেয়ে ৩২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম উৎসব চ্যাটার্জি, তিনি বেহালা এলাকার একটি ক্লাবের সাথে যুক্ত। তিনি বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে গাড়িতে ওঠেন এবং আলিপুরের জিরুট ব্রিজের কাছে উঁচু পিলারে ধাক্কা খান। দুর্ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে।
গুরুতর আহত উৎসব চ্যাটার্জিকে তাৎক্ষণিকভাবে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ২টার দিকে মারা যান। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাটি বজবজের কদমতলা ঘাটের দিকে যাচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি