লক্ষ্য মণিপুরে ‘জনপ্রিয় সরকার’ গঠন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেনের নেতৃত্বে দিল্লি যাত্রা বিধায়ক দলের
ইমফল, ৪ অক্টোবর (হি.স.) : মণিপুরে ‘জনপ্রিয় সরকার’ গঠনের প্রক্রিয়াকে জোরদার করতে গুচ্ছ দাবি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিঙের নেতৃত্বে বিধায়কগণ। আজ শনিবার ইমফল বিমানবন্দরে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী
ইমফল বিমানবন্দরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং


ইমফল, ৪ অক্টোবর (হি.স.) : মণিপুরে ‘জনপ্রিয় সরকার’ গঠনের প্রক্রিয়াকে জোরদার করতে গুচ্ছ দাবি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিঙের নেতৃত্বে বিধায়কগণ।

আজ শনিবার ইমফল বিমানবন্দরে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং বলেন, রাজ্যে একটি জনপ্রিয় সরকার গঠনের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করতে বিধায়কদের সঙ্গে নিয়ে দিল্লি যাচ্ছেন তাঁরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি সফরের উদ্দেশ্য, মণিপুরে একটি জনপ্রিয় সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানানো।

বীরেন সিং আরও বলেন, তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি রাজ্যকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে চলমান সংকট এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের দুর্দশা নিয়ে আলোচনা করবে। মণিপুরে স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি ব্যাপক পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বীরেন সিং।

বীরেন সিং-এর সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী সপম রঞ্জন সিং, হাইখাম ডিঙ্গো সিং, বিধায়ক তংব্রাম রবীন্দ্র সিংরা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande