বেলদায় নাবালিকার রহস্যময় মৃত্যু, শোকের ছায়া পরিবারে
পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর (হি.স.) : বেলদা থানা এলাকার খাকুরদা আম্বিডাঙ্গা গ্রামে শুক্রবার রাতে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম ১৪ বছর বয়সী বরখা বাস্কে। পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকাটি গলায় ফাঁস
বেলদায় নাবালিকার রহস্যময় মৃত্যু, শোকের ছায়া পরিবারে


পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর (হি.স.) : বেলদা থানা এলাকার খাকুরদা আম্বিডাঙ্গা গ্রামে শুক্রবার রাতে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম ১৪ বছর বয়সী বরখা বাস্কে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।

মৃতের মা জানিয়েছেন যে শুক্রবার সন্ধ্যায় সে বাজারে গিয়েছিল। বাড়ি ফিরে এসে তার মেয়েকে গলায় গামছা পেঁচিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। টোটো নিয়ে তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বর্তমানে সকল দিক তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande