গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি রেলস্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম) স্থাপন করে যাত্রীদের সুবিধার্থে আরও এক পদক্ষেপ নিয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এই সুবিধাটির উদ্বোধন করেছেন। টিকিট পরিষেবা আধুনিকীকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে যাত্রীদের দ্রুত এবং আরও সুবিধাজনক টিকিটিং অভিজ্ঞতা প্রদানের জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ১০০টির বেশি এটিভিএম প্রদান করা হচ্ছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শনিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, এটিভিএম যাত্রীদের অসংরক্ষিত ট্রেন টিকিট কেনার একটি দ্রুত, ব্যবহারকারী-বান্ধব এবং আধুনিক পদ্ধতি প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে যাত্রীদের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। তাঁরা সরাসরি মেশিনে ডিজিটাল পেমেন্ট করে সহজেই তাঁদের টিকিট পেতে পারবেন। এটি মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে এবং এই অঞ্চলের স্টেশনগুলিতে মসৃণ ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করে। অসংরক্ষিত টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, এমন-কি সিজন টিকিটও ইস্যু করতে পারে এই ব্যবস্থা।
এটিভিএম-এর একটি প্রধান সুবিধা হলো নগদবিহীন লেনদেন এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে উৎসাহিত করা। এটিভিএম-এর পাশাপাশি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ১৩টি স্টেশনে ৩৬টি ওয়াটার ভেন্ডিং মেশিন (ডব্লিউভিএম) স্থাপন করেছে, যা সার্বক্ষণিক পরিষ্কার, বিশুদ্ধ এবং সাশ্রয়ী মূল্যের পানীয় জল সরবরাহ করবে। যাত্রীদের নিজস্ব পাত্রে রিফিল করার জন্য উৎসাহিত করার মাধ্যমে এই উদ্যোগটি পরিবেশ-বান্ধবতা বৃদ্ধি করে, বোতলজাত জলের ওপর নির্ভরতা হ্রাস করে এবং স্বাস্থ্যবিধি ও সুবিধা নিশ্চিত করে। সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ জল পাওয়ার মাধ্যমে, ডব্লিউভিএমগুলি ‘হর ঘুট মে স্বচ্ছতা’ বার্তা বাস্তবায়িত করে।
যাত্রীরা ডব্লিউভিএম থেকে আধা লিটার জল রিফিলের জন্য ৩ টাকা এবং কন্টেইনার সহ ৫ টাকায় কিনতে পারবেন। ভ্রমণের সময় বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর পানীয় জল নিশ্চিত করার জন্য জল পরীক্ষা করতে ইচ্ছুক যাত্রীদের জন্য একটি জলের গুণমান পরীক্ষার সুবিধাও রয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে জিএম চেতনকুমার শ্রীবাস্তব বলেন, গুয়াহাটি স্টেশনে এটিভিএম এবং ডব্লিউভিএম চালুর মাধ্যমে যাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যের উন্নতিতে অনেক দূর এগিয়ে যাবে। তিনি বলেন, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আগামী দিনে তার নেটওয়ার্ক জুড়ে আরও যাত্রী-বান্ধব সুবিধা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, গুয়াহাটি স্টেশনে যাত্রীদের সুবিধার্থে স্লিপিং পড তৈরি করা হচ্ছে। এটি এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটিভিএম এবং ডব্লিউভিএম স্থাপনের মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবা উন্নত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। টিকিট কেনাকাটা দ্রুত এবং সহজ করে এবং সাশ্রয়ী মূল্যে পরিষ্কার, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের মাধ্যমে, বিশেষ করে ভিড়ের সময় এই সুযোগ-সুবিধাগুলি ভ্রমণকারীরা ব্যাপকভাবে স্বাগত জানাবেন বলে আশা করছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস