সোনিপতে ঝোপের ভেতর থেকে উদ্ধার নবজাত শিশু কন্যা
সোনিপত, ৪ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সোনিপতে ঝোপের ভেতর থেকে উদ্ধার নবজাত শিশু কন্যা। রাই শিল্পাঞ্চলে এক মন্দিরের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে এক দিনের নবজাত কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান জন্মের পরপরই কেউ শিশুটিকে সেখানে ফেলে দেওয়া দেয়
সোনিপতে ঝোপের ভেতর থেকে উদ্ধার নবজাত শিশু কন্যা


সোনিপত, ৪ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সোনিপতে ঝোপের ভেতর থেকে উদ্ধার নবজাত শিশু কন্যা। রাই শিল্পাঞ্চলে এক মন্দিরের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে এক দিনের নবজাত কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান জন্মের পরপরই কেউ শিশুটিকে সেখানে ফেলে দেওয়া দেয়।

শনিবার খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর সোনিপত সিভিল হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি প্রথমে শ্বাসকষ্টে ভুগছিল, তবে এখন তার চিকিৎসা চলছে। স্থিতিশীল বর্তমানে।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান , শিশুটির জন্ম রাতের বেলায় হয়েছে এবং জন্মদাত্রী মা বা পরিবারের কেউ তাকে ঝোপে ফেলে গেছে। ঘটনাটিকে অমানবিক বলে অভিহিত করে পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাশাপাশি, আশেপাশের এলাকায় সম্প্রতি গর্ভবতী ছিলেন এমন মহিলাদের খোঁজ নিচ্ছে পুলিশ, যাতে অভিযুক্তকে শনাক্ত করা যায়। বর্তমানে নবজাতকটি নিরাপদ রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande