সহিংসতার দু-বছর পর মণিপুরের চূড়াচাঁদপুরে ফের চালু ডাক পরিষেবা
ইমফল, ৪ অক্টোবর (হি.স.) : টানা দু-বছর পর মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় পুনরায় চালু হয়েছে ডাক পরিষেবা। আজ শনিবার ইমফলে অবস্থিত প্রধান ডাক ভবনের সংশ্লিষ্ট আধিকারিক এ খবর দিয়ে জানান, ২০২৩ সালের মে মাসে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর প্রথমবারের মতো মণিপুর
ডাক_ফাইল ফটো


ইমফল, ৪ অক্টোবর (হি.স.) : টানা দু-বছর পর মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় পুনরায় চালু হয়েছে ডাক পরিষেবা।

আজ শনিবার ইমফলে অবস্থিত প্রধান ডাক ভবনের সংশ্লিষ্ট আধিকারিক এ খবর দিয়ে জানান, ২০২৩ সালের মে মাসে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর প্রথমবারের মতো মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ডাক পরিষেবা পুনরায় চালু হয়েছে। তিনি জানান, শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে একটি ডাক ভ্যান চূড়াচাঁদপুর জেলা সদর দফতরে প্রবেশ করে। সেখানে চিঠি, পার্সেল এবং অন্যান্য পণ্যসামগ্ৰী আনলোড করে বেলা ১২:৪০ মিনিটের দিকে ইমফল ফিরে এসেছে।

আধিকারিক জানান, নিয়মিত ডাক সরবরাহ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল। যার ফলে হাজার হাজার বাসিন্দার যোগাযোগ ব্যাহত হয়েছিল। তিনি বলেন, সহিংসজৰ্জর মণিপুরের চূড়াচাঁদপুর জেলা সহ অন্যান্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ডাক পরিষেবা পুনরায় চালু হয়েছে। এতে রাজ্য সহ দেশের বাকি অংশের পুনঃসংযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বলে ডাক দফতরের আধিকারিক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande