কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে প্রশ্ন নানা মহলে
কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): ''’দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়।” দশমীর পরে দ্বাদশী, ফের কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ
কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে প্রশ্ন নানা মহলে


কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): '’দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়।” দশমীর পরে দ্বাদশী, ফের কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে।

দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। তিনি লিখেছেন, “আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরও সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনও বাঁক সামনে আসে, তাহলে একইভাবে যেন তাঁদের আশীর্বাদ পাই।

কুণাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, কীরকম ঝাপসা একটা মাঠ, কয়েকজন খেলছে, এমন একজন প্লেয়ার খেলছে, তাকে মনে হচ্ছে, সে আমাদের টিমের, কিন্তু, তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে? বুঝতে পারছি না। যে মাঠই হোক, আমি আমার স্টাইলেই ব্যাট করব। ল্যাজে আগুন দিলে আমি হনুমান হয়ে যাব।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande