কার্নিভাল বয়কট রায়গঞ্জের বিধায়কের
রায়গঞ্জ, ৪ অক্টোবর (হি. স.) : কার্নিভাল বয়কট করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিত পুজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখছেন। ফেসবুকে বিধায়ক লেখেন, ‘সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোব
কার্নিভাল বয়কট রায়গঞ্জের বিধায়কের


রায়গঞ্জ, ৪ অক্টোবর (হি. স.) : কার্নিভাল বয়কট করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিত পুজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখছেন।

ফেসবুকে বিধায়ক লেখেন, ‘সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলতে চাই, শহরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রায়গঞ্জ পৌরসভা ও প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে। জলাবদ্ধতা, নোংরা রাস্তাঘাট, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা আজ আমাদের সকলের চোখে পড়ছে। উন্নয়নের কাজে সম্পূর্ণ ব্যর্থ পৌরসভা এবং প্রশাসন। তাই জনগণ ক্ষিপ্ত হয়ে আছে পৌরসভার উদাসীনতা ও নিম্নমানের পরিষেবা নিয়ে। এই অবস্থায় শহরের উন্নয়ন ও নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের নামে প্রদর্শনীতে হাজির হওয়া অনুচিত। তাই রায়গঞ্জের বিধায়ক হিসেবে এই বছরের পুজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখছি।’

যদিও রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার বলেন, ‘পুজোর আগে আমরা রায়গঞ্জ শহরকে ঝাঁ চকচকে করে তুলেছি। সরকার যে টাকা দিয়েছে তা দিয়ে রাস্তা তৈরি করেছি। পরিষেবা নিয়ে কারো কোনও অভিযোগ নেই। কিন্তু অভিযোগ জানিয়েছেন আমাদের বিধায়ক। কি কারণে অভিযোগ করেছেন বুঝতে পারছি না। কারণ তিনি তাঁর পছন্দ মতো ঠিকাদারদের কাজ দিচ্ছেন, দলীয় সংগঠন সাজিয়েছেন। তা সত্বেও কেন এমন অভিযোগ বুঝতে পারছি না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনও রহস্য আছে।’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande