বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, লাল-কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে
কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : একের পর এক নিম্নচাপের জেরে পুজোতেও বৃষ্টি চলেছে বাংলায়। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ আরও দুর্বল হয়ে গিয়েছে। বর্তমানে ছত্তীসগড় থেকে ঝাড়খণ্ডের পথে অবস্থান রয়েছে তার। সেই কারণে আরও দু’দিন ঝাড়খ
আবহাওয়া শনিবার


কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : একের পর এক নিম্নচাপের জেরে পুজোতেও বৃষ্টি চলেছে বাংলায়। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ আরও দুর্বল হয়ে গিয়েছে।

বর্তমানে ছত্তীসগড় থেকে ঝাড়খণ্ডের পথে অবস্থান রয়েছে তার। সেই কারণে আরও দু’দিন ঝাড়খন্ডে ভারী বৃষ্টি হবে। আর ঝাড়খন্ডে বৃষ্টি হলেই ডিভিসি যে জল ছাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। তবে ডিভিসি আরও জল ছাড়লে দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা রয়েছে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।আপাতত মুর্শিদাবাদ ছাড়া কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

তবে দক্ষিণবঙ্গে বৃ্ষ্টি কমলেও উত্তরবঙ্গে বৃষ্টিবাদলা আরও বাড়ার আশঙ্কা। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে,রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অধিক বৃষ্টির জন্য বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ-সিকিমের পর্যটকরা।

তবে শুধু বাংলা নয়, উত্তর-পশ্চিম ভারতের পর্যটকদের জন্যও সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৭ অক্টোবর পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। সম্প্রতি, জম্মু-কাশ্মীর ও হিমাচলে হড়পা বানে কীভাবে একের পর এক বাড়ি ধসে গিয়েছে । আবারও সেই রাজ্যগুলিতে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। জম্মু-কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে। হিমাচল, উত্তরাখণ্ডে নতুন করে ধস, হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande