নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া ছট উৎসবের আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার যমুনা নদীর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এবং ছট ঘাট নির্মাণ পরিদর্শন করেছেন। যমুনার স্বচ্ছতার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মুখ্য়মন্ত্রী বলেছেন, প্রথমবারের মতো একটি সনাতন সরকার ক্ষমতায় এসেছে। ২৭ বছরে এমন একটি সরকার গঠিত হয়েছে যারা দিল্লির জনগণের দুর্দশার কথা চিন্তা করে। দিল্লিতে কানওয়ার উৎসব কতটা জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছিল। দুর্গাপুজোও উদযাপিত হয়েছে। এবার ছটপুজোও ধুমধাম করে পালিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা