কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, এই সরকার আসলে একটি কার্নিভাল সরকার। মহার্ঘ ভাতা প্রসঙ্গে কটাক্ষ করে শমীক বলেছেন, তৃণমূল সরকার মহার্ঘ ভাতা দেওয়ার মতো অবস্থায় নেই, এই সরকারের অগ্রাধিকার হলো কার্নিভাল। এই সরকার একটি কার্নিভাল সরকার। এই সরকার সরকারি কর্মচারীদের যত্ন নেয় না, যারা তাদের প্রকল্পগুলি বাস্তবায়িত করে। এই সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বিরুদ্ধে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা