ডোমজুড়, ৪ অক্টোবর (হি. স.) : হাওড়ার ডোমজুড়ে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কালু মাঝি (৩২)।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে স্থানীয়রা কালুকে একটি মন্দিরের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী ভাবে কালুর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, কালু ডোমজুড়ের সলপ বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার একটি বাড়িতে একাই থাকতেন। বিভিন্ন দোকান এবং কারখানায় কালু ছোটোখাটো কাজ করতেন। পুলিশ সূত্রের খবর, ডোমজুড়ের সলপ বটতলায় রাস্তার ধারে একটি হনুমান মন্দির রয়েছে। শুক্রবার রাত ১২ নাগাদ সেখানেই ঘটনাটি ঘটে। কালু ওই মন্দিরে মাঝেমধ্যে ঘুমোতেন। এদিন রাতেও তিনি সেখানে ছিলেন।
পুলিশ সূত্রের খবর, এ দিন স্থানীয় বাসিন্দারা ওই মন্দিরের চাতালে কালুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথার পিছনে এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তৎক্ষণাত স্থানীয় বাসিন্দারা ডোমজুড় থানায় খবর দেন। এর পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে কী ভাবে কালুর মৃত্যু হলো তা এখনও জানা যায়নি। ডোমজুড় থানার পুলিশ তা খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি