বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে ভাগীরথীতে তলিয়ে মৃত্যু কিশোরের
ভগবানগোলা, ৪ অক্টোবর (হি. স.) : বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার অন্তর্গত ভগবানগোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পারভেজ শেখ। এদি
বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে ভাগীরথীতে তলিয়ে মৃত্যু কিশোরের


ভগবানগোলা, ৪ অক্টোবর (হি. স.) : বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার অন্তর্গত ভগবানগোলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পারভেজ শেখ। এদিন সুন্দরপুর ঘাটে বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নামে সে। বাকিরা যখন স্নানে ব্যস্ত তখনই আচমকা তলিয়ে যায় ওই কিশোর। পরবর্তীতে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপর প্রশাসনকে খবর দিলে ডুবুরি নামানো হয়। অবশেষে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় ওই কিশোরের দেহ।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘এই ঘাটে বহু বাচ্চা স্নান করতে আসে বিভিন্ন সময়ে। সেজন্য চিৎকার চেঁচামেচি হলেও প্রথমে আমরা খুব একটা বুঝতে পারিনি। পরে সেখানে ছুটে গিয়ে দেখি দুর্ঘটনা ঘটে গিয়েছে।’ কিশোরের মৃত্যুতে স্বাভাবিকভাবেই গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande