রাজ্যের বিভিন্ন বিষয় এবং জলকষ্টের সমস্যা নিয়ে সল্টলেক বিজেপি পার্টি অফিস থেকে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাইথন এবং পাঞ্চেত থেকে মোট ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এই হিসেব নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে মিথ্যাচার করেছেন।
এই প্রসঙ্গে দেবজিৎ বলেন, তৃণমূল সরকার জলাভূমি গুলিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দখল করতে সুযোগ সুবিধা করে দিয়েছে এবং সেই সঙ্গে নদী ও খালগুলির নাব্যতা শূন্যতে নিয়ে এসেছে। তাদের কাছে বিশ্বব্যাংকের টাকা এসেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে এবং কেন্দ্রীয় সরকারের টাকা এসেছে। এই টাকাগুলি অন্যান্য বিভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। কিন্তু আসল জায়গায় কোনো কাজই করা হয়নি।
দেবজিৎ বলেন, বাংলার এমন এমন জায়গা রয়েছে যেখানে জল জমে থাকার কারণে শিশুদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং এই জল শুধুমাত্র একদিন দু’দিন জমে থাকেনি বরং মাসের পর মাস জল জমে থেকেছে। কিন্তু তা নিয়ে তৃণমূল সরকারের কোনো পদক্ষেপ নেই।
আর এখন খুবই লজ্জাজনক একটি বিষয় হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব টুইটারে এই জল ছাড়া নিয়ে একটি মিথ্যে প্রচার চালাচ্ছেন। আমরা জানি ২০২৬-এর আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে আশায় বুক বেঁধেছেন যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত