পানিপতে ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু
পানিপত, ৪ অক্টোবর (হি.স.): পানিপতের ইসরানা এলাকায় রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম পার্বতী (৩৮), যিনি মধ্যপ্রদেশের টিকমগড় জেলার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে , পার্বতী ইসরানায় চার মাস ধরে পরিবারের সঙ্গে
পানিপতে ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু


পানিপত, ৪ অক্টোবর (হি.স.): পানিপতের ইসরানা এলাকায় রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম পার্বতী (৩৮), যিনি মধ্যপ্রদেশের টিকমগড় জেলার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে , পার্বতী ইসরানায় চার মাস ধরে পরিবারের সঙ্গে থাকছিলেন।

এক পুলিশ আধিকারিক জানান , পার্বতী শনিবার সকালে রেল লাইন পার হচ্ছিলেন, তখনই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande