শ্রীভূমি (অসম), ৪ অক্টোবর (হি.স.) : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে শ্রীভূমির বেলাভূমি বৃদ্ধাশ্রমে ১ থেকে ৩ অক্টোবর পৰ্যন্ত আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি ‘প্রবীণ যত্নে যুব সম্পৃক্ততা’ অনুষ্ঠান।
অনুষ্ঠানটির আয়োজন করেছে মেরা যুবা ভারত, করিমগঞ্জ (শ্রীভূমি) এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়-এর সহযোগিতায় নেতাজি স্পোর্টিং ক্লাব-এর শ্রীভূমি শাখা। তিনদিনের অনুষ্ঠানে প্রবীণ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে গল্পগুজব, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ আকর্ষণ ছিল পুরনো দিনের গান, নাচ ও মিষ্টিমুখের পর্ব।
অনুষ্ঠানে ইংরেজি আবৃত্তি করে শোনান বৃদ্ধাশ্রমের নিবাসী সুদীপ্তা দাস এবং বাংলায় আবৃত্তি করেন আশ্রম নিবাসী গৌরী রাধাকানি, নৃত্য পরিবেশন করেছেন জয়শ্রী বিশ্বাস, প্রিয়াঙ্কা শর্মা লস্কর, পৌলোমী শর্মা লস্কর, পঞ্চতপা শর্মা লস্কর, অন্বেষা স্বামী, তানিয়া দাস, দীপসা দাস। সংগীত পরিবেশন করেছেন অনিরুদ্ধ নন্দী ও দেবীস্তুতি দাস।
স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করে এবং অতিথিদের উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিসচন্দ্র দেব, বৃদ্ধাশ্রমের কর্ণধার অপর্ণা দেব, সীমা দাস। প্রধান বক্তা ছিলেন অনুরুদ্ধ নন্দী। আশ্রমের আবাসিকদের সাথে গল্পগুচ্ছবের মাধ্যমে সময় কাটান দোলনচাঁপা দাস, চন্দ্রাণী দেব, ভাস্বতী স্বামী, তাপসী শর্মা আচার্য প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে প্রবীণরা মানসিক স্বস্তি পান এবং তরুণ প্রজন্ম প্রবীণদের যত্ন ও শ্রদ্ধাবোধের মূল্য উপলব্ধি করতে পারে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস