জুবিনের সব ময়নাতদন্তের রিপোর্ট স্ত্রী গরিমার কাছে হস্তান্তরিত
গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুবিন গার্গের যে দ্বিতীয় ময়নাতদন্ত (২৩ সেপ্টেম্বর) করানো হয়েছিল, সেই ময়নাতদন্তের রিপোর্ট এবং গত ২ অক্টোবর সিঙ্গাপুর হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট আজ শনিবার কাহিলিপাড়ার প্রয়াতের বাড়ি
জুবিন গাৰ্গ (বাঁয়ে) স্ত্রী গরিমা (ফাইল ফটো)


গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুবিন গার্গের যে দ্বিতীয় ময়নাতদন্ত (২৩ সেপ্টেম্বর) করানো হয়েছিল, সেই ময়নাতদন্তের রিপোর্ট এবং গত ২ অক্টোবর সিঙ্গাপুর হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট আজ শনিবার কাহিলিপাড়ার প্রয়াতের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী গরিমার কাছে হস্তান্তর করেছেন স্পেশাল ইনভেস্টিগ্যাশন টিম (এসআইটি)-এর আধিকারিক মরমি দাস।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটায় (৭:৩০) গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কিংবদন্তি গায়ক জুবিন গার্গের নতুন করে ময়নাতদন্ত হয়েছে। প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠানের আগে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যাতে ভক্তকুল এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন তাঁদের প্রাণপ্রিয় শিল্পীকে।

এদিকে, রাজ্যবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, সিঙ্গাপুর এবং গুয়াহাটিতে জুবিনের ময়নাতদন্তের রিপোর্ট দুটি জনসমক্ষে আনার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে গরিমার ওপর নির্ভর করবে। সে অনুযায়ী আজ এই রিপোর্ট জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গার্গের হাতে তুলে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande