আগরতলা, ৪ অক্টোবর (হি.স.) : জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয়েছে 'মায়ের গমন' কার্নিভাল। শনিবার শহরের মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে 'মায়ের গমন' কার্নিভালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'মায়ের গমন' অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে সুদৃঢ় ঐতিহ্য, শান্তি-সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়। রাজ্যে দুর্গাপূজা বর্তমানে আক্ষরিক অর্থেই সার্বজনীন হয়ে উঠছে। রাজ্যে দুর্গোৎসব আগরতলা শহর সহ জনজাতি এলাকায়ও সুন্দর, সুষ্ঠুভাবে এবং আনন্দের সাথে আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকার শিল্প সংস্কৃতি চর্চার উপর বিশেষ জোর দিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে দুর্গাপূজাকে ঘিরে জাতি-জনজাতিদের মধ্যে উচ্ছাস পরিলক্ষিত হয়। এর ফলে রাজ্যের জাতি-জনজাতির সম্প্রীতি ও আর্থ সামাজিক বিকাশেও সহায়ক হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়, পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের ডিজি অনুরাগ সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ