শান্তিরবাজারে জঙ্গলে মিলল পচাগলা মৃতদেহ, রহস্যমৃত্যুতে চাঞ্চল্য
শান্তিরবাজার (ত্রিপুরা), ৪ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম থুইলা মগ৷ বয়স বত্রিশ বছর৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি ঘটনাস্থলেই ময়ন
মৃতদেহ উদ্ধার


শান্তিরবাজার (ত্রিপুরা), ৪ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম থুইলা মগ৷ বয়স বত্রিশ বছর৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি ঘটনাস্থলেই ময়নাতদন্ত সম্পন্ন করেছে চিকিৎসক৷ তাছাড়া ফরেন্সিক টিমও ঘটাস্থলে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহ করেছে৷

মৃতের স্ত্রী জানিয়েছেন, গত মঙ্গলবার থুইলা মগ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন৷ সেদিন থেকে তিনি আর বাড়ি ফিরেননি৷ স্ত্রী সহ বাড়ির লোকজন বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন৷ কারণ, এর আগেও অনেকবার থুইলা মগ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং চার পাঁচ দিন পর ফিরে আসেন৷ এবারেও হয়ত এমনই কিছু অনুমান করে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়নি৷

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে একজন লোক সংশ্লিষ্ট এলাকার জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পান৷ সাথে সাথে ওই ব্যক্তি এগিয়ে গিয়ে দেখেন মৃতদেহ পড়ে রয়েছে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে৷ মৃতদেহ সনাক্ত করার জন্য আসেন থুইলা মগের স্ত্রী সহ প্রতিবেশিরা৷ পুলিশ ফরেন্সিক টিমকে ঘটনাস্থলে তলব করে৷ পাশাপাশি যেহেতু মৃতদেহে পচন ধরেছে তাই চিকিৎসককে ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য বলা হয়৷ সেই মোতাবেক চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত করেন৷ পরে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ কিভাবে থুইলা মগের মৃত্যু হয়েছে এনিয়ে এখনও পর্যন্ত ধন্দে আছে পুলিশ সহ সংশ্লিষ্ট এলাকার লোকজন৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande