সোনামুড়া (ত্রিপুরা), ৪ অক্টোবর (হি. স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অধীন শোভাপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ শনিবার দুপুরে এই ঘটনা৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গিয়েছে, শনিবার দুপুরে শোভাপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ সাথেসাথেই খবর দেওয়া হয় সোনামুড়া থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ স্থানীয়রা জানিয়েছেন মৃত ব্যক্তি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন৷ কেউই শনাক্ত করতে পারেনি মৃতদেহ৷ পুলিশ আশেপাশের অন্যান্য থানায় বার্তা পাঠিয়েছে৷ তথ্য অনুসন্ধান করছে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ