উদয়পুর (ত্রিপুরা), ৪ অক্টোবর (হি.স.) : জমি সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিলেন কংগ্রেসের প্রতিনিধিরা। সেইসাথে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহকুমা পুলিশ অধিকারিকের কাছে দাবি জানান।
শুক্রবার সকালে গোমতী জেলার ল আর কে পুর থানার অধীন সাতারিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাবেদা বিবির পরিবারের উপর প্রতিবেশী আক্তার হোসেন, শাহ আলম, জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে ৮/৯ জন হামলা করে। এতে লিটনুর রহমান, ফারুক রহমান, সাহারুন রহমান এবং ১০ বছরের নাবালক সায়ন রহমান আহত হন।সায়ন রহমানের হাত ভেঙে যায়। তারা সবাই টেপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খবর নেন। পরে উদয়পুর থানায় এসে মহকুমা পুলিশ অধিকারিক ও আর কে পুর থানার ওসি-এর সাথে দেখা করেন কংগ্রেস নেতৃত্বরা। তাঁরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান, আর কে পুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, মাতাবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি জয়দেব কান্তি রায়, কাঁকড়াবন ব্লক কংগ্রেস সভাপতি নিত্য গোপাল সাহা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ