আগরতলায় নাবালিকাকে হত্যার চেষ্টা, গভীর রাতে অভিযুক্তকে ধরল পুলিশ
আগরতলা, ৪ অক্টোবর (হি.স.) : আগরতলা শহরের রাজনগরে নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনায় জড়িত অভিযুক্ত গ্রেফতার। ধৃতের নাম শঙ্কর দাস। শুক্রবার গভীর রাতে পুলিশ সেকেরকোট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সো
অভিযুক্ত গ্রেফতার


আগরতলা, ৪ অক্টোবর (হি.স.) : আগরতলা শহরের রাজনগরে নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনায় জড়িত অভিযুক্ত গ্রেফতার। ধৃতের নাম শঙ্কর দাস। শুক্রবার গভীর রাতে পুলিশ সেকেরকোট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর রাজনগর এলাকায় এক নাবালিকা স্কুল পড়ুয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে তারই ধর্মের দাদুর বিরুদ্ধে। অভিযোগ, এই ধর্মের দাদু নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে। এতেও ব্যর্থ হওয়ার পর জোর করে নাবালিকার মুখে বিষ ঢেলে দেয়ে সে। গুরুতর আহত নাবালিকা বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনার অভিযোগ পেয়ে পশ্চিম মহিলা থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও পুলিশ অভিযুক্ত শঙ্কর দাসকে আটক করতে পারেনি। অবশেষে গভীর রাতে সেকেরকোট এলাকা থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।

পেশায় মৎস্য ব্যবসায়ী শঙ্কর দাসকে রাতেই জোর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পশ্চিম মহিলা থানার ওসি শিউলি দাস।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande