পুত্র হত্যার সুবিচারের দাবিতে আমবাসায় সড়ক অবরোধ
আমবাসা (ত্রিপুরা), ৪ অক্টোবর (হি. স.) : ধলাই জেলার সুরমা এলাকার বাসিন্দা আশীষ দাস হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মৃতের মা সহ পরিবারের লোকজন সড়ক অবরোধ করেন৷ শনিবার আমবাসা থানার অধীন ভাওলিয়া বস্তি এলাকায় সড়ক অবরোধ করা হয়৷ অবরোধের ফলে আমবাস
পুত্র হত্যার সুবিচারের দাবিতে আমবাসায় সড়ক অবরোধ


আমবাসা (ত্রিপুরা), ৪ অক্টোবর (হি. স.) : ধলাই জেলার সুরমা এলাকার বাসিন্দা আশীষ দাস হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মৃতের মা সহ পরিবারের লোকজন সড়ক অবরোধ করেন৷ শনিবার আমবাসা থানার অধীন ভাওলিয়া বস্তি এলাকায় সড়ক অবরোধ করা হয়৷ অবরোধের ফলে আমবাসা-কমলপুর সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়৷ পরে পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করানো হয়৷

জানা গিয়েছে, কয়েক মাস আগে কমলপুরের সুরমা এলাকার বাসিন্দা আশীষ দাসকে নৃশংসভাবে খুন করা হয়৷ এই ঘটনায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে৷ সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ কিন্তু, পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন মৃত আশীষ দাসের মা৷ ছেলের মৃত্যুর সুবিচারের দাবিতে শনিবার মৃতের মা সহ পরিবারের লোকজন আমবাসা থানার অধীন ভাওলিয়া বস্তি এলাকায় সড়ক অবরোধ করেন৷

এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং আশ্বাস দেন বিষয়টি পুলিশের উর্ধতন কতৃপক্ষের গোচরে নেওয়া হবে৷ তাছাড়া বিষয়টি যেহেতু কমলপুর থানার অধীন তাই এই ব্যাপারে আমবাসা থানা কতৃপক্ষ কিছুই করতে পারবে না৷ প্রয়োজনে জেলার পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য অবরোধকারীদের বলা হয় পুলিশের তরফে৷ দীর্ঘ সময় আলোচনার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande