পানিসাগর (ত্রিপুরা), ৪ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার অন্তর্গত উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
বড় ভাই ছাপর উদ্দিনের অনুপস্থিতিতে তাঁর দুই ছোট ভাই- বসর উদ্দিন (৪২) এবং নিজাম উদ্দিন (৫০) - তাঁর বাড়িতে ঢুকে নৃশংসভাবে হামলা চালায় বলে অভিযোগ। প্রাথমিকভাবে উস্কানি দেওয়া হয়েছিল যে ছাপর উদ্দিনের ছাগল তাদের সবজি ফসলের ক্ষতি করেছে। তবে ছাপর উদ্দিন বলেন, আসল উদ্দেশ্য পারিবারিক সম্পত্তি দখলের পরিকল্পনা।
লাঠি, রড এবং ধারালো অস্ত্র দিয়ে চালানো এই হামলায় ছাপর উদ্দিনের স্ত্রী জরিনা বেগম (৪৫), মেয়ে দিলওয়ারা বেগম (১৬) এবং ছেলে আব্দুল সেলিম (৭) গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরিনা ও দিলওয়ারার অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ধর্মনগরের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে যে আব্দুল সেলিম সুস্থ হয়ে উঠছেন। কিন্তু দিলওয়ারার মেরুদণ্ড ভেঙে গেছে এবং তিনি এখন শয্যাশায়ী। জরিনার মাথায় গুরুতর আঘাত এবং একটি হাত ভেঙে গেছে।
ছাপর উদ্দিন পানিসাগর থানায় হত্যার চেষ্টার মামলা দায়ের করেছেন।তিনি অভিযোগ করেছেন, অভিযুক্তরা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে এবং তাঁকে হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে সুরক্ষা এবং ন্যায়বিচারের জন্য আবেদন করেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ