পূজায় মারপিট, উশৃঙ্খলতা ও ছিনতাইয়ের অভিযোগে আগরতলায় ১৩ জন গ্রেফতার
আগরতলা, ৫ অক্টোবর (হি.স.) : পূজার দিনগুলিতে মারপিট, ছিনতাই সহ উশৃঙ্খলতার অভিযোগে পশ্চিম আগরতলা থানার পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে৷ রবিবার পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, যতগুলি অভিযোগ করা হয়েছে থানায় সবগুলি
ত্রিপুরা পুলিশ


আগরতলা, ৫ অক্টোবর (হি.স.) : পূজার দিনগুলিতে মারপিট, ছিনতাই সহ উশৃঙ্খলতার অভিযোগে পশ্চিম আগরতলা থানার পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে৷ রবিবার পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, যতগুলি অভিযোগ করা হয়েছে থানায় সবগুলি অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

তিনি জানিয়েছেন, আগরতলা সিটি সেন্টারের সামনে একজন দর্শনার্থীকে মারধর সহ কার্নিভালে উশৃঙ্খলতা করার অভিযোগ এবং অন্যান্য একাধিক অভিযোগে এই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয় এবং আদালতের নির্দেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ বাকিদেরও আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে৷ প্রতিটি অভিযোগের প্রেক্ষিতে কঠোর ধারা প্রয়োগ করা হয়েছে৷ ওসি রানা চ্যাটার্জি দাবি করেছেন, যেসব ধারা প্রয়োগ করা হয়েছে তাতে জামিন পাওয়ার সম্ভবনা নেই৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande