কাঁকসায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, দু’জনের অবস্থা আশঙ্কাজনক
দুর্গাপুর, ৫ অক্টোবর (হি.স.): কাঁকসার দু’নম্বর কলোনি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেলে পানাগড়–মোরগ্রাম রাজ্য সড়কে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটন
কাঁকসায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, আহত ২০


দুর্গাপুর, ৫ অক্টোবর (হি.স.): কাঁকসার দু’নম্বর কলোনি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেলে পানাগড়–মোরগ্রাম রাজ্য সড়কে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গবাদি পশুর হাড় ও সিং নিয়ে পিকআপ ভ্যানটি বোলপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দেওঘরগামী একটি যাত্রিবাহী বাস আসছিল। পথে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায় এবং বাসের সঙ্গে সজোরে ধাক্কা মারে।

ঘটনায় গুরুতর আহত হন বহু যাত্রী। কাঁকসা থানার পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামেন। পিকআপ ভ্যানের চালক গাড়ির মধ্যে আটকে পড়ায়, প্রায় আধঘণ্টার চেষ্টার পর ক্রেনের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়।

সবাইকে প্রথমে কাঁকসা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত চালক ও খালাসীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে পানাগড়–মোরগ্রাম রাজ্য সড়কে যান চলাচল। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও পিকআপ ভ্যান সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande