শব্দ দূষণ রুখতে আগরতলায় প্রশাসনের বাজি বিরোধী অভিযান
আগরতলা, ৫ অক্টোবর (হি.স.) : কোজাগরী লক্ষ্মীপুজোয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে সদর মহকুমা প্রশাসন। রবিবার মহকুমা শাসকের নির্দেশে মহকুমা প্রশাসনের একটি দল রাজধানীর লেক চৌমুহনী বাজার, দুর্গা চৌমুহনী বাজার সহ অন্যান্য বাজারে
বাজি বিরোধী অভিযান


আগরতলা, ৫ অক্টোবর (হি.স.) : কোজাগরী লক্ষ্মীপুজোয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে সদর মহকুমা প্রশাসন। রবিবার মহকুমা শাসকের নির্দেশে মহকুমা প্রশাসনের একটি দল রাজধানীর লেক চৌমুহনী বাজার, দুর্গা চৌমুহনী বাজার সহ অন্যান্য বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে বেশ কিছু শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়।

রাজ্যে কোজাগরী লক্ষ্মীপুজো মানেই শব্দবাজির দাপট। এতে শব্দ দূষণের পাশাপাশি পরিবেশও দূষিত হয়। পরিবেশ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রতিবছরই লক্ষ্মীপুজোর আগে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে প্রশাসনের বাজি বিরোধী অভিযান চলে। এ বছরও লক্ষ্মীপুজোর আগের দিন রবিবার রাজধানীর বিভিন্ন বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামে সদর মহকুমা প্রশাসনের একটি দল।এই দলে মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও পুলিশ, টিএসআর এবং অন্যান্য দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রথমেই রাজধানীর লেক চৌমুহনী বাজারে শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনিক দলটি অভিযান চালায়। অভিযানে প্রচুর শব্দবাজি উদ্ধার করা হয়। এই অভিযান প্রসঙ্গে সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান, পরিবেশ দূষণ এবং শব্দ দূষণ রুখতেই এই অভিযান। এই ধরনের শব্দবাজি বিরোধী অভিযান নিয়মিত চলবে।

এদিন প্রশাসনের এই দলটি দুর্গা চৌমুহনী বাজারসহ রাজধানীর অন্যান্য বাজারগুলিতেও শব্দবাজি বিরোধী অভিযান চালায়। অভিযানকালে বিভিন্ন বাজার থেকে প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande