তীব্র ঝড়বৃষ্টি ও বজ্রপাত, জলমগ্ন আরারিয়া
আরারিয়া, ৫ অক্টোবর (হি.স.): শনিবার রাত থেকে রাতভর প্রবল ঝড়বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিহারের আরারিয়া শহর। সঙ্গে বজ্রপাত। হঠাৎ হওয়া এই দুর্যোগের জেরে বহু মাটির বাড়ি ভেঙে গেছে, একাধিক গাছ রাস্তায় উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে
তীব্র ঝড়বৃষ্টি ও বজ্রপাত, জলমগ্ন আরারিয়া


আরারিয়া, ৫ অক্টোবর (হি.স.): শনিবার রাত থেকে রাতভর প্রবল ঝড়বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিহারের আরারিয়া শহর। সঙ্গে বজ্রপাত। হঠাৎ হওয়া এই দুর্যোগের জেরে বহু মাটির বাড়ি ভেঙে গেছে, একাধিক গাছ রাস্তায় উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়।

শহরের প্রধান সড়ক ও বাজার সংলগ্ন এলাকায় হাঁটুসমান জল জমে যায়। ফলে ব্যবসায়ী ও স্থানীয়দের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে। তীব্র ঝোড়ো হাওয়ায় এনএইচ–২৭ এবং রাজ্য সড়কের নানা অংশে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। গ্রামীণ এলাকায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande