চুড়াইবাড়ি (অসম), ৫ অক্টোবর (হি.স.) : দক্ষিণ অসমের শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দুই কোটি টাকা মূল্যের নেশাজাতীয় ‘এসকফ’ ব্ৰ্যান্ডের কফ সিরাপ। নেশাদ্রব্য পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে লরির চালক পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা জনৈক আমিরুল ইসলামের ছেলে সৈয়দ আফ্রিদিকে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ কফ সিরাপ পাচারে ব্যবহৃত ডব্লিউবি ২৩ ডি ৭১৭৬ নম্বরের লরিটি।
অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ রবিবার সকালে কলকাতা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলাগামী একটি ১২ চাকার লরি চেকগেটে আসে। লরিতে তাঁরা রুটিন তালাশি চালিয়ে এশিয়ান পেইন্টস্-এর বড় বড় ড্রাম (ব্যারেল)-এর ভিতর থেকে ২১,৬০০ শিশি ‘এসকফ’ ব্র্যান্ডের কফ সিরাপ উদ্ধার করেন। কালোবাজারে উদ্ধারকৃত কফ সিরাপগুলির মূল্য কমপক্ষে দুই কোটি টাকা হবে, জানান তিনি।
এদিকে নেশাদ্রব্য উদ্ধারের খবর পেয়ে চুড়াইবাড়ি আসেন বাজারিছড়া থানার ওসি আনন্দ মেধি। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে লরি-চালক সৈয়দ আফ্রিদির বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস