রবিবার সকালে ডিভিসি সামান্য কমাল জল ছাড়ার পরিমাণ
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): বাংলা থেকে বিহারে সরে গেছে নিম্নচাপ। বৃষ্টি বন্ধ হওয়ায় স্বস্তি মিললেও জল যন্ত্রণা থেকে এখনই মুক্তি মিলছে না। ডিভিসি সমানে জল ছেড়ে যাচ্ছে। রবিবার সকালেও মাইথন থেকে (৩৩ হাজার) ও পাঞ্চেত থেকে (৩৬ হাজার) দুটি জলাধার মিলিয়ে মোট
রবিবার সকালে ডিভিসি সামান্য কমাল জল ছাড়ার পরিমাণ


কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): বাংলা থেকে বিহারে সরে গেছে নিম্নচাপ। বৃষ্টি বন্ধ হওয়ায় স্বস্তি মিললেও জল যন্ত্রণা থেকে এখনই মুক্তি মিলছে না। ডিভিসি সমানে জল ছেড়ে যাচ্ছে। রবিবার সকালেও মাইথন থেকে (৩৩ হাজার) ও পাঞ্চেত থেকে (৩৬ হাজার) দুটি জলাধার মিলিয়ে মোট ৬৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। অন্যদিকে, দুর্গাপুর ব্যারাজ থেকেও লাগাতার জল ছাড়া হচ্ছে। তবে শনিবার রাতের তুলনায় রবিবার সকালে জল ছাড়ার পরিমাণ সামান্য কমেছে।

উল্লেখ্য, পুজোর মধ্যে দফায় দফায় বৃষ্টি হয়েছে। তার মধ্যেই ডিভিসি বাঁধ থেকে জল ছাড়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়। শুক্রবার মাইথন থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক ও পাঞ্চেত থেকে ২৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। শনিবার সকালেও সেই পরিমাণে কোনও পরিবর্তন হয়নি। শনিবার সকাল থেকে মাইথন ড্যাম জল ছাড়া শুরু হয় ৩২ হাজার ৫০০ কিউসেক হারে। পাঞ্চেত জল ছাড়া শুরু করে ৩৭ হাজার ৫০০ কিউসেক হারে। প্রসঙ্গত, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জোড়া পোস্টে ডিভিসিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande