কলকাতা, ৫ অক্টোবর (হি. স.): উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ে ভূমিধসের দরুণ মাটির নিচে চাপা পড়ে রয়েছেন অনেক মানুষ। এর পরিপ্রেক্ষিতেই জরুরিকালীন ভিত্তিতে সেনাবাহিনীকে তলব করা হয়। এই মুহূর্তে জোরকদমেই চলছে উদ্ধারকাজ কাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা যেমন উদ্ভূত পরিস্থিতিতে সামিল হয়েছেন, তেমন অসামরিক প্রতিরক্ষা দফতরেরও সাহায্য চেয়ে পাঠানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি বর্তমান সময়ে সেখানে তদারকি ও নজরদারির কাজ করছে। ঘটনার গুরুত্ব বুঝে এই সিদ্ধান্ত গ্রহণ করে দার্জিলিং জেলা প্রশাসন।
রবিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে জানান, এখনও পর্যন্ত মিরিক এলাকায় - ৯ জন, সুখিয়াতে - ৪ জন ও অন্যান্য এলাকায় আরও ২টি অর্থাৎ মোট - ১৫টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারি ওই পরিসংখ্যানের পাশাপাশি রয়েছে বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা অনেক। কাদা, মাটি, পাথর চাপা পড়ে রয়েছে বহু এলাকা। মানুষের সঙ্গে গবাদি পশুদেরও মৃত্যু হয়েছে। কাজেই উদ্ধার কাজ শেষ না হলে প্রকৃত চিত্র জানা অসম্ভব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত