ঢোলাহাট, ৫ অক্টোবর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার জামালপুর গ্রামে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল মা ও ছেলের দেহ। মৃতরা— মনোয়ারা বিবি (৪০) ও তাঁর সাত বছরের ছেলে আনোয়ার হালদার। পুলিশ মনে করছে, মা ও ছেলেকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, পরে ধারাল অস্ত্রে গলা কাটা হয়। ঘটনায় মূল সন্দেহভাজন মনোয়ারার স্বামী ফিরোজ হালদার, সে ঘটনার পর থেকেই আপাতত পলাতক রয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে দীর্ঘদিন ধরেই অভাব ছিল। পরিচারিকার কাজ করতেন মনোয়ারা। স্বামী ফিরোজের কোনও স্থায়ী কাজ ছিল না। প্রায়ই অশান্তি লেগে থাকত সংসারে। পুলিশ ফিরোজের পরিবারের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে, সকালে ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমেছে ঢোলাহাট থানার আধিকারিকেরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত