উত্তরবঙ্গের বনাঞ্চলেও ঢুকছে জল, গরুমারায় গন্ডারের দেহ ভেসে এল
জলপাইগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গের দুর্যোগ থেকে রেহাই নেই বন্যপ্রাণীরও। গরুমারার জঙ্গল লাগোয়া জলঢাকা নদীতে একটি গন্ডারের দেহ ভেসে এসেছে। ওই এলাকাতেই জলঢাকা পেরোতে গিয়ে নদীর মাঝে আটকে পড়েছে হাতির একটি দল। অন্য দিকে, নকশালবাড়িতে মেচি নদীর স্রো
উত্তরবঙ্গের বনাঞ্চলেও ঢুকছে জল, গরুমারায় গন্ডারের দেহ ভেসে এল


জলপাইগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গের দুর্যোগ থেকে রেহাই নেই বন্যপ্রাণীরও। গরুমারার জঙ্গল লাগোয়া জলঢাকা নদীতে একটি গন্ডারের দেহ ভেসে এসেছে। ওই এলাকাতেই জলঢাকা পেরোতে গিয়ে নদীর মাঝে আটকে পড়েছে হাতির একটি দল। অন্য দিকে, নকশালবাড়িতে মেচি নদীর স্রোতে তলিয়ে গিয়েছে একটি হস্তিশাবক। রবিবার বেলায় ৩০টি হাতির দল মেচি নদী পেরোচ্ছিল। সেই সময় একটি হস্তিশাবক দলছুট হয়ে পড়ে। ভারী বৃষ্টিতে আচমকা নদীর জল বেড়ে যাওয়ায় তলিয়ে যায় ওই হস্তিশাবকটি।

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। মিরিক, সুখিয়াপোখরির অবস্থাও বেহাল। দুর্যোগের জেরে উত্তরবঙ্গের প্রায় সব নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই আবহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন এলাকাতেও।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande