দার্জিলিং, ৫ অক্টোবর (হি.স.): টানা বৃষ্টিতে ফের উত্তরবঙ্গে বিপর্যয়। ধসে বিধ্বস্ত গোটা পাহাড়। দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধসের কারণে মৃত্যু হয়েছে ১৫ জনের। ধসের ফলে পাহাড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনের আধিকারিকরা।
জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা জানান, জিটিএ'র বিপর্যয় বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। আমরা বিপদে পড়া মানুষদের পঞ্চায়েত সদস্য, জিটিএ আধিকারিক ও জনপ্রতিনিধিদের জানাতে বলেছি। পাহাড়ে ধসে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। শিশু ও মহিলাদের নিরাপদে রাখার নির্দেশ দিয়েছি। মিরিকের বিডিও, এসডিও, পুরসভা-সহ অন্যান্যরা ময়দানে থেকে কাজ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত