সর্বভারতীয় কম্পিউটার সচেতনতা প্রতিযোগিতায় পূর্ব রেলের সাফল্য
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): পূর্ব রেলওয়ে দিল্লির দয়াবস্তের আরপিএফ লাইনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সর্বভারতীয় কম্পিউটার সচেতনতা প্রতিযোগিতা ২০২৫-এ রানার-আপ হয়েছে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে, সাব-ইন্সপেক্টর (এলএসআই) প্রীতি কুমারী (হাওড়া সেন্ট্রাল পোস্ট) স
সর্বভারতীয় কম্পিউটার সচেতনতা প্রতিযোগিতায় পূর্ব রেলের সাফল্য


কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): পূর্ব রেলওয়ে দিল্লির দয়াবস্তের আরপিএফ লাইনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সর্বভারতীয় কম্পিউটার সচেতনতা প্রতিযোগিতা ২০২৫-এ রানার-আপ হয়েছে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে, সাব-ইন্সপেক্টর (এলএসআই) প্রীতি কুমারী (হাওড়া সেন্ট্রাল পোস্ট) স্বর্ণপদক জিতেছেন। অঞ্জলি কুমারী (শেওড়াফুলি পোস্ট) ব্রোঞ্জ পদক জিতে ব্যতিক্রমী প্রতিভা, প্রযুক্তিগত দক্ষতা দেখিয়েছেন।

সাদার্ন রেলওয়ে সামগ্রিক বিজয়ী হয়েছে। পূর্ব রেল হয়েছে রানার-আপ। এর মাধ্যমে কর্মীদের পেশাদারিত্ব এবং প্রযুক্তিগত দক্ষতার উচ্চ মান প্রতিফলিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৫ পর্যন্ত হয় এই প্রতিযোগিতা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande