কোকরাঝাড় (অসম), ৫ অক্টোবর (হি.স.) : তিন পারিষদ সহ ‘বডোল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’ (বিটিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) পদে শপথ নিলেন হাগ্রামা মহিলারি। সিইএম পদে হাগ্রামা মহিলারি, উপ-মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে রিহন দৈমারি সহ তিন পরিষদকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যের মুখ্যসচিব ড. রবি কোটা।
অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য সহ রাজ্য মন্ত্রিসভার সব সদস্য, ত্রিপুরার রাজপরিবারের সদস্য তথা তিপ্রা মথা-সুপ্রিমো প্রদ্যোতকিশোর মাণিক্য দেববর্মণ সমেত উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, বিপিএফ, বিজেপি ও ইউপিপিএল-এর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যগণ (এনসিএল) এবং বিটিসি তথা রাজ্যের বহু উচ্চপদস্থ ও পদস্থ সাধারণ ও পুলিশ প্রশাসনের আধিকারিকবৃন্দ।
প্ৰচণ্ড বৃষ্টিপাতের দরুন নির্ধারিত সময় সকাল ১১টার পরিবর্তে বেলা প্ৰায় ১২টায় বডোফা নগরে অবস্থিত বিটিসি সচিবালয় ময়দানে শুরু হয় ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন’ (বিটিআর)-এর অন্তর্গত ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’-এর নবনির্বাচিত পারিষদের শপথগ্রহণ অনুষ্ঠান।
হাজারো কর্মী-সমর্থকদের উপস্থিতিতে হাগ্রামা মহিলারির নেতৃত্বে বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) আজ পঞ্চম বডোল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর সরকার হিসেবে শপথ নিয়েছে৷ গত পাঁচ বছর মেয়াদে ক্ষমতা থেকে বাইরে ছিল হাগ্রামা মহিলারি নেতৃত্বাধীন বিপিএফ। পঞ্চম বিটিসিতে চতুর্থবারের মতো সিইএম পদে প্রত্যাবর্তন করেছেন হাগ্রামা।
সদ্য সমাপ্ত ৪০ আসনের বিটিসি নিৰ্বাচনে ২৮ আসনে বিজয় লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হাগ্ৰামা মহিলারি নেতৃত্বাধীন বিপিএফ। প্রবল প্রত্যাহ্বানের পরও বিপিএফকে রুখতে সক্ষম হয়নি বিদায়ী প্ৰমোদ বড়ো নেতৃত্বাধীন ইউপিপিএল এবং বিজেপি।
উল্লেখ্য, বিপিএফ এবার ২৮টি আসন লাভ করেছে। ইউপিপিএল ৭ এবং প্ৰথমবারের মতো একক শক্তিতে প্রতিদ্বন্দিতার করে বিজেপির পাঁচ পারিষদ জয়ের মুখ দেখেছেন।
এদিকে আজ শপথগ্ৰহণের আগে সকাল ৬-টায় দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিটিসি বিধানসভা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সকাল ৮.৩০ মিনিটে দোতমার থুলুংগাপুরিতে সংস্থাপিত বডোফা উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মের পূর্ণাবয়ব প্ৰতিমূৰ্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্ৰদ্ধা নিবেদন করেছেন নিবনিযুক্ত বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারি।
এর পর সকাল ৯.৪৫ মিনিটে দেবরগাঁওয়ে বড়োল্যান্ড শহিদ সমাধিতে সপারিষদ তৰ্পণ করেছেন হাগ্রামা মহিলারি। সকাল ১০টায় বিটিসি বিধানসভা ভবন চত্বরে বডোফা উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মের প্ৰতিমূৰ্তিতেও শ্ৰদ্ধা নিবেদন করেছেন তিনি। এর পর ১২টা নাগাদ শপথগ্রহণস্থলে রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচাৰ্য এবং মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেছেন বিটিসির প্ৰিন্সিপাল সেক্ৰেটেরি আকাশ দ্বীপ। গোটা অনু্ঠানের ফাঁকে ফাঁকে সম্মিলিত ভাবে বড়ো পরম্পরার সংগীত ও নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। এছাড়া সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের গাওয়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে প্রাণের শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়েছে।
শপথগ্রহণের পর হাজারো জনতার সামনে ভাষণ দিয়েছেন বিটিসি-প্রধান হাগ্ৰামা মহিলারি, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস