ওড়িশায় ভয়াবহ পথ দুর্ঘটনা; মৃত ৩, আহত ১
ভুবনেশ্বর, ৫ অক্টোবর (হি.স.): ওড়িশায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মালকানগিরির কাটামেটা এলাকার কাছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় একটি ট
ওড়িশায় ভয়াবহ পথ দুর্ঘটনা; মৃত ৩, আহত ১


ভুবনেশ্বর, ৫ অক্টোবর (হি.স.): ওড়িশায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মালকানগিরির কাটামেটা এলাকার কাছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দুটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত এক যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করেন। ফলে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সংযোগকারী ওই গুরুত্বপূর্ণ পথে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande