ঝাড়খণ্ডের গড়ওয়ায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত, স্বস্তি ফিরল রাঁচিতে
রাঁচি, ৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের গড়ওয়া জেলার ভবনাথপুরে বিগত ২৪ ঘণ্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, গড়ওয়ার রমনা এলাকায় ১৪৩ মিলিমিটার, নগর উন্টারি এলাকায় ১১৫ মিলিমিটার, খরৌন্ধি প্রখণ্ডে ৮৪.৫ মিলিম
ঝাড়খণ্ডের গড়ওয়ায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত, স্বস্তি ফিরল রাঁচিতে


রাঁচি, ৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের গড়ওয়া জেলার ভবনাথপুরে বিগত ২৪ ঘণ্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, গড়ওয়ার রমনা এলাকায় ১৪৩ মিলিমিটার, নগর উন্টারি এলাকায় ১১৫ মিলিমিটার, খরৌন্ধি প্রখণ্ডে ৮৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। একইসঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের বেশ কিছু উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে।

এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ও ছত্তিশগড়ের ওপর অবস্থানরত নিম্নচাপ ক্রমে দুর্বল হয়ে পড়েছে। ফলে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে রাঁচি ও আশপাশের এলাকায় রোদের দেখা মেলায় স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande