দুর্গতদের পুনর্বাসন নিয়ে অথৈ জলে স্থানীয় জনপ্রতিনিধিরা
আলিপুরদুয়ার, ৫ অক্টোবর (হি.স.): “প্রতিটি বাড়ির ভিতরে এক বুক সমান জল জমে রয়েছে৷ এই মানুষগুলো কোথায় যাবেন, বুঝে উঠতে পারছি না৷ বন্যা পরিস্থিতি নিয়ে প্রধান হেমব্রম (পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান) রবিবার ঘটনাস্থলে এই মন্তব্য করলেন। এদিকে, ভয়
দুর্গতদের পুনর্বাসন নিয়ে অথৈ জলে স্থানীয় জনপ্রতিনিধিরা


আলিপুরদুয়ার, ৫ অক্টোবর (হি.স.): “প্রতিটি বাড়ির ভিতরে এক বুক সমান জল জমে রয়েছে৷ এই মানুষগুলো কোথায় যাবেন, বুঝে উঠতে পারছি না৷ বন্যা পরিস্থিতি নিয়ে প্রধান হেমব্রম (পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান) রবিবার ঘটনাস্থলে এই মন্তব্য করলেন।

এদিকে, ভয়াবহ এই পরিস্থিতি সম্পর্কে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে, ভুটান ও পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে নদীতে জল বেড়েছে। শিসামারা নদীর জল শালকুমার হাট এলাকায় ঢুকে পড়েছে।

জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন রিসর্ট এবং হোম-স্টে’তে আটকে পড়েছেন অনেক পর্যটক। তাঁদের উদ্ধার করা হচ্ছে ৷ গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে ৷

বন্যা পরিস্থিতি নিয়ে হেমব্রম বলেন, ডোডালিয়া পাড়া এলাকায় জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ বিডিও এসেছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে। একশো থেকে দেড়শো পরিবার বিপাকে পড়েছে৷”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande