উদ্ধার নিখোঁজ মৎস্যজীবীর দেহ
দক্ষিণ ২৪ পরগনা, ৫ অক্টোবর (হি.স.): রবিবার সকালে নদী থেকে উদ্ধার হল মৎস্যজীবী শংকর হাতির মরদেহ। তাঁর বয়স ৪৫ বছর। শনিবার মাছ ধরতে পুকুরে নামেন জালে নিয়ে। বড়সড় মাছ জালবন্দি হয়েছে ভেবে হাঁটুজলে নেমে জাল টানতে শুরু করেন তিনি। এর পর কুমিরের টেনে নিয়ে
উদ্ধার নিখোঁজ মৎস্যজীবীর দেহ


দক্ষিণ ২৪ পরগনা, ৫ অক্টোবর (হি.স.): রবিবার সকালে নদী থেকে উদ্ধার হল মৎস্যজীবী শংকর হাতির মরদেহ। তাঁর বয়স ৪৫ বছর। শনিবার মাছ ধরতে পুকুরে নামেন জালে নিয়ে। বড়সড় মাছ জালবন্দি হয়েছে ভেবে হাঁটুজলে নেমে জাল টানতে শুরু করেন তিনি। এর পর কুমিরের টেনে নিয়ে যায় তাঁকে।

পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানার দাসপুরের উত্তর সুরেন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শংকর হাতির বাড়িতে বিজয়া করতে এসেছিলেন আত্মীয়রা। বাড়ির কাছেই জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শংকর।

শংকরের আর্তনাদ শুনে ছুটে যান অন্যান্য মৎস্যজীবীরা। কিন্তু ততক্ষণে কুমিরের কবলে পড়ে বেপাত্তা শংকর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোবর্ধনপুর উপকূল থানায়। পুলিশ লঞ্চ এবং নৌকো নিয়ে নদীতে তল্লাশি চালায়। ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের আধিকারিকরা। ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চললেও শনিবার রাতে হদিশ মেলেনি শংকরের। শেষ পর্যন্ত রবিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande