জলপাইগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): পরিস্থিতি মোকাবিলা এবং বন্যা দুর্গতদের উদ্ধার করতে পাহাড়ে এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে।
জলপাইগুড়ির দোমহনী থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে মেখলীগঞ্জ পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর৷ এই পরিস্থিতিতে বিপদের আশঙ্কা আরও বাড়িয়েছে তিস্তা সেতুর পাশে বাঁধের ফাটল৷ স্থানীয়রাই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করছেন বলে জানা গিয়েছে৷
অন্যদিকে জলপাইগুড়িতে বাড়ির আসবাবপত্র নিয়ে বেরিয়ে এসেছেন বানভাসি লোকজন। রংধামালি, টাকিমারি এলাকায় তিস্তা নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বানভাসিরা বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত