গুয়াহাটি, ৫ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ফ্রেইট আনলোডিঙে ধারাবাহিকভাবে বৃদ্ধি প্রদর্শন করে চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে মোট ১,০৫৯টি পণ্য পরিবহণকারী রেক আনলোডিং করেছে, যা গত বছরের একই সময়ের মধ্যে পরিচালিত ৯৬৬টি রেকের তুলনায় ৯.৬৩ শতাংশ বৃদ্ধি।
আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতে খবর দিয়ে জানান, গত সেপ্টেম্বর মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, ভোজ্যতেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাক-সবজি, অটোমোবাইল, ট্যাংকার এবং অন্যান্য সামগ্রীর মতো প্রয়োজনীয় পণ্য পরিবহণের সুবিধা প্রদান করেছে, যা পরবর্তীতে তার এখতিয়ার জুড়ে বিভিন্ন পণ্য শেডে আনলোডিং করা হয়।
এই পণ্য পরিবহণের একটি উল্লেখযোগ্য অংশ উত্তরপূর্বীয় রাজ্যগুলিকে সহায়তা করে। ২০২৫ সালের সেপ্টেম্বরে অসমে মোট ৫৯৫টি রেক আনলোডিং করা হয়েছিল, যার মধ্যে ২৯১টি রেক প্রয়োজনীয় পণ্য বহন করেছে। একই সময়ে, ত্রিপুরায় ৮৩টি, নাগাল্যান্ডে ২১টি, অরুণাচল প্রদেশে সাতটি, মণিপুরে ২০টি, মেঘালয়ে দুটি এবং মিজোরামে ১৯টি রেক আনলোড করা হয়েছে। এছাড়া, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন পশ্চিমবঙ্গে ১৭৯টি এবং বিহারে ১৩৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে অত্যাবশ্যকীয় এবং প্রয়োজনীয় পণ্য ছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস