শিলিগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে বৃষ্টিতে প্রবল বিপর্যয়। ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রবিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শিলিগুড়ি থেকে পাহাড় যেতে বেগ পেতে হচ্ছে পর্যটকদের। পরিস্থিতির উপরে ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে।
উল্লেখ্য, পাহাড়ের পরিবহণ ব্যবস্থায় বিপদ ডেকে এনেছে দুধিয়া সেতুর ভেঙে পড়াও। শনিবার রাতে প্রবল বৃষ্টিতে এই লোহার সেতুর একাংশ ভেঙে যাওয়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ ছিন্ন হয়েছে। শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন পাহাড়। বন্ধ দার্জিলিং-কালিম্পং এর রাস্তা। শিলিগুড়ি-কালিম্পং রাস্তাও বন্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ