বৃষ্টির মধ্যেই বিপত্তি, বকখালিতে সমুদ্রে ডুবে মৃত্যু এক পর্যটকের
বকখালি, ৫ অক্টোবর (হি.স.): বৃষ্টির দুর্যোগের মধ্যেই উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে। মৃত পর্যটকের নাম ওয়ায়েজ আলী (২০)। তিনি কলকাতার তালতলার বাসিন্দা ছিলেন। ​পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কলকাত
বৃষ্টির মধ্যেই বিপত্তি, বলখালিতে সমুদ্রে ডুবে মৃত্যু এক পর্যটকের


বকখালি, ৫ অক্টোবর (হি.স.): বৃষ্টির দুর্যোগের মধ্যেই উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে। মৃত পর্যটকের নাম ওয়ায়েজ আলী (২০)। তিনি কলকাতার তালতলার বাসিন্দা ছিলেন।

​পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কলকাতা থেকে ৯ জন বন্ধুর একটি দল বকখালিতে বেড়াতে আসে। সকাল আনুমানিক সাড়ে নাগাদ বন্ধুদের সঙ্গে ওয়ায়েজ আলী সমুদ্র স্নানে নামেন। আচমকা সমুদ্রের উত্তাল ঢেউয়ের তোড়ে তিনি তলিয়ে যান। তাঁর বন্ধুদের চিৎকার-চেঁচামেচিতে সৈকতে উপস্থিত অন্যান্য পর্যটকেরা ছুটে আসেন। দ্রুত খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানা এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে।

​খবর পেয়েই ফ্রেজারগঞ্জ উপকূল থানা ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে স্পিডবোট নিয়ে সমুদ্রে তল্লাশি শুরু হয়। বেশ কিছুক্ষণ তল্লাশির পর বকখালি সমুদ্র সৈকতের পাশ থেকে যুবকটির নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ​ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মৃত পর্যটকের পরিবারকে খবর দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande