(আপডেট) দুর্যোগে মিরিক এবং সংলগ্ন অঞ্চলে ১৩ জনের মৃত্যুর খবর স্বীকার পুলিশের
কার্শিয়াং, ৫ অক্টোবর (হি.স.): দুর্যোগে মিরিক এবং সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে ১৩ জনের মৃত্যের খবর স্বীকার করল পুলিশ। ধসে, সেতু ভেঙে অনেকের মৃত্যু, সিকিম এবং কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হরে গিয়েছে। রবিবার সকালে জানা যায়, মিরিকে লোহার সেত
(আপডেট) দুর্যোগে মিরিক এবং সংলগ্ন অঞ্চলে ১৩ জনের মৃত্যুর খবর স্বীকার পুলিশের


কার্শিয়াং, ৫ অক্টোবর (হি.স.): দুর্যোগে মিরিক এবং সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে ১৩ জনের মৃত্যের খবর স্বীকার করল পুলিশ। ধসে, সেতু ভেঙে অনেকের মৃত্যু, সিকিম এবং কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হরে গিয়েছে।

রবিবার সকালে জানা যায়, মিরিকে লোহার সেতু ভেঙে পড়ে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায় মারা গিয়েছেন চার জন। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন পর্যটকেরা। মিরিক থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) বলেন, ‘‘মিরিকে পাঁচটি মৃতদেহ ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি। দু’টি দেহ আগে উদ্ধার করা হয়েছে। সুখিয়ায় আরও চার জনের মৃত্যুর কথা শুনেছি। উদ্ধারকাজ চলছে।”

তিনি সংবাদমাধ্যমকে জানান, আবহাওয়ার কারণে তাতে খুব সমস্যা হচ্ছে। রোহিণীর রাস্তা পুরো বন্ধ। দিলারামের দিকটাও বন্ধ। মিরিকে যাঁরা আটকে আছেন, তাঁদের বার করার চেষ্টা করছি আমরা। বাসিন্দাদেরও উদ্ধার করা হচ্ছে।’’ পরে মোট ১৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande